দেশের আলোচিত মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। স্বা’মী অভিনেতা সিদ্দিকের স’ঙ্গে বিচ্ছেদের পর একাধিক ইস্যুতে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি।
এবার আলোচিত ক্রিকেটার নাসির ইস্যুতে আলোচনায় মিম। নেট দুনিয়ায় তাকে নিয়ে মুখরোচক কথা শোনা যাচ্ছে। এমনটি মিডিয়া পাড়ার অলিতে গলিতেও শোনা যাচ্ছে মিমকে নিয়ে কানকথা।
এদিকে কেউ বলছেন, ক্রিকেটার নাসিরের স’ঙ্গে প্রেম ছিল মিমের। আবার কেউ বলছেন, নাসির সাবেক প্রে’মিকার তালিকায় ছিল মিমের নাম।
এসব কানে যাচ্ছে মিমেরও, এতে বেশ বির’ক্তি প্রকাশ করেছেন এ অভিনেত্রী। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মিম।
তিনি লিখেছেন, ‘নাসির নাসির করে আমাকে মেসেজ দেওয়া বন্ধ করেন। কারো পারসোনাল লাইফ নিয়ে পড়ে থাকি না।
ওর ওয়াইফের কাহিনি সত্য না মিথ্যা নিউজ এটা তো জানতে পারছেন। আমার কাছে জানার কি আছে বুঝলাম না।’
স্ট্যাটাসের সূত্র ধরে জানতে চাইলে মারিয়া মিম আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বলেন, ‘আরে সবাই বির’ক্ত করে ফেলছে।
নাসিরের হলুদের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। তার স’ঙ্গে ছবিও তুলেছিলাম। সেগুলো পোস্ট করার পর য’ন্ত্রণা শুরু হয়েছে।
সবাই ইনবক্সে বিভিন্ন বি’ষয় জানতে চাচ্ছে। আমি কি করে জানব, মানুষের ব্যক্তিগত জীবন।’
নাসির স’ঙ্গে আপনার সম্প’র্কটা কি? উত্তরে মারিয়া মিম বলেন, ‘বন্ধু, নাসির আমার বন্ধু। এর বাইরে আর কিছুই না।
এছাড়া নাসিরের স’ঙ্গে আমার কোনো সম্প’র্ক নেই। বন্ধু হিসেবেই নাসির আমাকে দাওয়াত করেছিল।’